হারিয়ে যাওয়া রূপকথারা
হঠাৎ জেগে উঠে
চুপিচুপি মৃদু স্বরে কানেকানে কয়,
সাত রাজার ধন রাজপুত্তুর,আর
মন্ত্রীসান্ত্রী রাজারানী,গেল সব কোথায় ?
জাদুর পরশে রূপকথার দেশে
রাজ্যপাট উঠেছে জেগে,
গণতন্ত্রকে তুরি মেরে ফেলে ছুঁড়ে
চলছে আজব খেলা!
দেখেও সবাই আছে বসে পুতুল সেজে ।
জো হুকুম, জো হুকুম বলে
মন্ত্রীসান্ত্রী সদা নত শিরে চুপ রয় ,
শাসনের কাছে শিরদাঁড়াটা বিকিয়ে দিয়ে
হুকুমের চাকর হয় ।
জনগণ ভোগে রাজার ইচ্ছায় রাজতন্ত্র এবং
একনায়ক তন্ত্র ভোগায় এদুয়ের সমাহার;
জাঁকিয়ে কেমন বসেছে মহান দেশে
দেখ ! তাদের কি রমরমা বাজার ।
গণতন্ত্রের নামাবলি সরিয়ে সবাই
কেমন চোখে ঠুলি পড়া ,
মহতী রাজের বিচিত্র রাজত্বে
সাধ্য নেই কাহারো, কোন কিছুটি বলা।