অন্তত একবার ভাবো মানুষ বলে
যেমনটা তুমি।
যদি নাইবা দিলে মনুষত্বের দাম
তবুও ভাবতে দোষ কি?
রেলস্টেশনের ধারে খালের পাড়ে
তেল কালিঝুলিতে শীর্ণ হাত,
কোলিয়ারির কয়লা খাদানে
কোটরাগত চক্ষুদুটির কথা ভাব একবার ।
সোনালী সন্ধ্যার নরম আলোয়
ধুমায়িত চায়ের গরম পেয়ালা ,
আরাম কেদারা হাসির ফোয়ারা
বাঁধ ভাঙ্গা প্রেম নিকষিত হেম!
দুটি পাতা একটি কুড়ি,চা বাগানে পিঠে ঝুড়ি
গল্প একটুতো শোন ।
ওষুধ বাড়ন্ত, মায়ের হাঁপানি
স্ট্রিট লাইটে দাঁড়িয়ে ঠাঁয় একা ।
শেষ আশা ভরসা হাওয়া শন্ শন্ ,
হঠাৎ হুস বন্ বন্ চাকা ।
রঙিন জল অমূল্য রতন
কামারের তাপন ব্যস্ত হাপর ,
ঝরে পরে ঘাম, নেই কোন দাম
এটাই তো আসল জীবন।
যুদ্ধ যুদ্ধ খেলা হিংসা দ্বেষ ঝেড়ে ফেলা,
চেতনার বন্ধ দুয়ার খুলে শুধু মানুষ ভেবে
সহানুভূতির হাত দুটি দেবে কি বাড়িয়ে
অন্তত একবার ভাবো !