সমাজের বিকাশ তখনই হয় পূর্ণ
শিক্ষার বিস্তার যখন ঘটে,
জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতি স্তরে
যদি সমশিক্ষার অধিকার জোটে।
শিক্ষার আলোয় তমসা দূরীকরণ
সর্বশিক্ষার খুবই প্রয়োজন হয়।
অশিক্ষার মাঝে কুসংস্কারের কুপ্রভাব
সর্বজনে, করে তিলে তিলে সমাজ ক্ষয়।
কোন ভেদাভেদ না থাকে যেন কোন
শিক্ষাঙ্গনে,
সমঅধিকার প্রতিষ্ঠা সর্বত্র চাই,
নিজ মাতৃভূমিকে বিশ্বের মাঝে
সর্বশ্রেষ্ঠ শিরোপায় তুলে ধরতে চাই।
সুন্দর সুষ্ঠ সমাজ গঠনে সবার আগে
তাই, সর্বশিক্ষার হয় প্রয়োজন,
চেতনা প্রসারে সমাজ সংগঠক সবে
কর মন দিয়ে তার মহা আয়োজন।
রং দেখোনা সর্বত্র
করো রঙিন এই মহান দেশের মানচিত্র
জনগণ মন সবে মিলে আজ
এসো বদলাই এই সমাজের অপ্রিয় চরিত্র।