আর কত মৃত্যু দেখলে আপনাদের টনক নড়বে?
আর কত খুন হলে আপনাদের ঘুম ভাঙবে?
আর কত ঘর পুড়লে আপনাদের বুক ধরফর করবে?
আর কত অন্ধকার হলে দিনকে অন্ধকার বলবেন?
আর কত রক্ত বর্ষণ হলে তাকে ধর্ষণ বলবেন?
আর কত শিশু হারালে তাকে শিশু পাচার বলবেন?
আর কত চোরাচালান; মাফিয়া রাজ; দেখলে তাকে দুর্নীতি বলবেন?
আর কত শাসানি ধমকানি দেখলে তাকে স্বৈরাচারী বলবেন?
আর কত লোট হওয়ার পরে তাকে লুটতরাজ বলবেন?
সব খাওয়ার পরেও আরো কি খেলে পরে আপনাদের ভাষায় তাদেরকে রাক্ষস বলে বলা হবে?
হিসেব মতো আপনাদের সাথে যারা আছে ওরা সবাই রাক্ষস
আর কতবার ধর্মে ধর্মে বিবাদ লাগিয়ে আপনাদের মঞ্চ বানাবেন?
আর কত নটে নটে জোট করে পাবলিককে বোকা বানাবেন?
আর কতকাল এভাবে জনজাতি জেলবন্দি থাকবে বলুন তো?
আর কত এরকম ছদ্মবেশ ছদ্মবেশ খেলা চলবে?
আর কত যুগ এভাবে নকলের নকলের রবে সকলে?
আর কত রাত সভ্য সাধারন লুকিয়ে থাকবে আলোর আড়ালে?