শেফালি শিশিরে ঘাসে আলো মাখামাখি
শরতের সমীরণে সুর আগমনি
বাতাসে পূজার গন্ধ ফুলে ভরা শাখী
আসিবেন মহামায়া বাজে পদধ্বনি।
অপরূপ শোভা রাজে দিবস রজনী
কাশ সাজে থরে থরে মাঠে ঘাটে বনে
সোনার আলোয় ভরে সুখে দিনমণি
আনন্দ উৎসবে মাতে বিশ্ববাসী গনে।
মন্ডপেতে উলুধ্বনি শঙ্খধ্বনি সনে
দেবী পূজা আয়োজন মহা সমারোহে
চরাচর মাতোয়ারা দেবী আরাধনে
শতদলে পূজে মাতা ভক্তির আবহে।
মর্ত্যভূমে এসে মাতা থাকে চারিদিন,
ধরাধামে সবাকার মনে বাজে বীণ।