সূর্যপত্নী অশ্বিনীর তাপ তেজে ঠাসা
বঙ্গদেশে উষ্ণতার সীমাহীন জ্বালা
প্রখর তপন তেজে ম্লান গাছপালা।
কঠোর বৈশাখ মাস যেন সর্বনাশা।
দাবদাহে দিশেহারা মনে বৃষ্টি আশা
ধরিত্রীর বক্ষ ‘পর অগ্নি বান ঢালা
ত্রাহিত্রাহি রব শুধু উষ্ণ মেঘমালা
অসহনীয় নিদাঘ খর বায়ু খাসা।
তীব্র তাপে ফুটিফাটা মাঠ ঘাট সব
পুকুর শুকিয়ে কাঠ স্তব্ধ পক্ষি রব।
আকাশে চাতক চেয়ে যাচে বৃষ্টি জল
চাষির ঘর্মাক্ত কায় কপালেতে ভাঁজ
ওষ্ঠাগত জীব প্রাণ শুষ্ক পৃথ্বী তল
বৃষ্টি বিহীন প্রচন্ড উত্তাপের ঝাঁজ।