বালি মাটি আর পাথরের গড়া পৃথিবী
মানুষের সাথে বাস করে কতো প্রাণী,
হানাহানি লেগে থাকে নিত্যই জানি
মিলমিশ হলে ভালো, না হলেই হয়রানি।
কাঁচের স্বর্গে থাকাটা আকাশ কুসুম
হৃদয় কাঁচের নয় তবু সেও ভেঙে চুর,
মনুষ্যেতর যারা আছে পৃথিবীতে
লড়াই করেই বাঁচা রণনীতি দূর।
রাজনীতি আর রণনীতি লোক জানে
বিদ্যার পরিচয় হয় প্রজ্ঞানে
প্রতিভা বিকাশ করে মানুষের মন,
গুণগান আর সামর্থ্যে হয় জ্ঞান।
ধর্ষক পাপী দুঃশাসনের বিবেকের বর্জন,
ভালো মানুষের হৃদয়ে তখন শুধু ই রক্তক্ষরণ।
দয়া ও করুণা এই হৃদয়েতে হয়
তবুও পাপীরা খুন করে চলে যায়।
প্রেম আসে এই হৃদয়ের অনুভবে
চিরকাল চলে নারী পুরুষের প্রেম
মধুর মিলনে কতো না অমর গ্রন্থ রচিত হয়
পশুরা করে না মানুষেরা করে যত সব ধর্ষণ !!
মানুষ ছাড়া ও পশুপাখি প্রেম চায়
ইচ্ছুক প্রাণী নিয়ম করে ই প্রেমেতে লিপ্ত হয়,
শুধু ধর্ষক মিলনের পরে কেন খুন করে যায়,
মধুর মিলন নয়, সে যেন প্রতিশোধ নিতে চায়।
ধর্ষক সাজা পাক সকলেই চায়
প্রতিশোধ স্পৃহা মিলনের পরাজয়।
কুলাঙ্গাররা প্রেম ভুলে গিয়ে শুধু ধর্ষণ চায়
মধুর মিলন পর্যুদস্ত বলাৎকারেই ক্ষয়।।