অনেকদিন
তুমি আসনি দ্বারে,
বন্ধ পান্থশালা।
অনেকদিন
জীবনের গান হয়নি শোনা
শুনেছি ধ্বনি
মিছিল কঙ্কালের পদচারণার।
অনেকদিন
দেখা নেই
বদলে গেছি আমি
তোমার অগোচরে।
কখন জানি না
তোমার মালা শুষ্ক হয়ে ছিঁড়ে গেছে।
অনেকদিন
সান্ত্বনার ভাষন শুনি না,
অশান্ত মনে শিয়ালের চিৎকার এসে আঘাত করে।
কচি শিশুদের রক্ত শোষে নেওয়া দারিদ্রের ছায়া
তাড়া করে।
অনেকদিন
তুমি নেই কাছে
মনে মনে আমি মরে গেছি
বাইরের আবরণ ঢাকা পড়ে গেছে কালো ছায়ায়।
আলো ছিল
নিভে গেছে
কাছে নেই বলে তুমি
অনেক দিন।