তুমি আসো বলে আমি
দুঃখ পাইনা,
আতঙ্কে ভোগি।
তুমি আসো বলে আমি
তোমার উপর রাগ করিনা
শুধু নিঃশব্দে তোমার পায়চারি
নিরীক্ষণ করি
আর ভয়ে ভয়ে অপেক্ষা করি;
তুমি আসো,
যখন আমার হৃদয়ের এক চিলতে
ভালোবাসা নিঃসঙ্গ বিহঙ্গের ন্যায়
পাখা মেলে অসীম মহাশূন্যে বিচরণ করে।
যখন বনের হরিণ হিংস্র থাবার ভয়ে
আশ্রয় নেয় আমার পেছনে
যখন অরণ্যে রাত্রি নেমে আসে
তখন তুমি গুটি গুটি পায়ে অন্ধকারে
চলে আসো সরাসরি,
তুমি আসো যখন কোন কুকুর ডেকে ওঠে ,
যখন ছাদের উপর একটা, দুটো করে
তিনটে শালিক এসে বসে
তখন তুমি আসো,
তখন আমি দুঃখ পাইনা
ভয় পাই।