ঘর তার পুড়ে গেছে কবে সেই
চোখে তার সে আগুন জ্বলছে,
মন তার ভেসে গেছে সেদিনেই
আকাশে সিঁদুরে মেঘ দেখেছে।
আলো আর শব্দেরা হেসেছে
মাটি আর গাছ করে কলরব,
উন্মাদ হয়ে কেউ মরেছে
জোনাকিরা বোঝে সেই অনুভব।
বিশ্বাসে মন কতো কেঁদেছে
মাটি পেলে প্রতিমা সে গড়েছে,
চারিদিকে আর্তরা ডুবেছে
বিষময় হিংসার উৎসব।
হিসাব চোকানো আছে বাকি তার
রক্তের দাম আজ-ও মেটেনি,
বিপ্লব ফুল বাবু সেজেছে
তার হাতে কাঁটা আজও ফোটেনি।
স্বপ্ন রা হারিয়েছে কবে সেই
তবু আশা আজও ছাড়েনি যে সে,
এক বুক আশা নিয়ে বেঁচে সে
বিপ্লব এসে আঁগ জ্বালাবে।।