ঈশ্বর কে অশেষ ধন্যবাদ জানাই
জন্মেছি যে মায়ের পেটে সন্তান আমরা সবাই।
যাদের কথা জেনে আজও ভক্তিতে প্রণাম জানাই,
সেই ভগবান শ্রীকৃষ্ণ শ্রীরাম শ্রীচৈতন্য নিমাই
আর গুরুদেব রবীন্দ্রনাথ, ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও তাই
এই জগতের মহামানব অতি মানব ও প্রাণীকূল সবাই
মায়ের গর্ভে জন্ম নিয়ে ধন্য হয়েছি সবাই,
মায়ের গর্ভে জন্ম নেওয়াকে পূণ্য মেনেছি সবাই।
অযোনিসম্ভবা যদি কেউ কোথাও থাকে বা
দেখেনি কেউ পরিচয় ঘটে নিকো কারোরই সাথে
দেবী বা দানবী নাকি অপ্সরা বা মানবী কোথা তারা আছে
যদি কেউ থেকে থাকে অন্য পরিচয়ে
দেখিনি কাউকে এই গ্রহে এ পৃথিবীতে নয়
আছে নাকি অন্য গ্রহে সে এখনো অজানাই আছে।
জৈবিক মিলনের ফলে সন্তান পেটে আসে বলে
পুত্র কন্যা হয়, মানবেতর প্রাণীকুল জন্মায় বড়ো হয়,
জীবনের গতিপথে আবর্তিত হয়
প্রকৃতির নিয়মেই খেলা করে এ জগতময়
প্রকৃতির নিয়মেই এক কালে খেলা থেমে যায়।
যদি কেউ বলে জন্মটা তার জৈবিকভাবে মায়ের পেটে নয়
শুনে হাসি পায়, ভাবি তবে সে কি সারাগোসি?
তাই বা কি করে হয়, সারগোসিরাও যে মা
সে ওতো পেটেতে তার ভ্রূণ ধরে, লালনপালন করে
সন্তান পেটেতেই বাড়ে নড়াচড়া করে,
সেই মা কেও কি কেউ অস্বীকার করে!
শতধিক দিই তারে।
কেউ জগতের নিয়মের বাইরে নয়।
বিস্ময় জাগায়, মা ওতো ঈশ্বরের অবদান
ঈশ্বর কে অশেষ ধন্যবাদ আর মাকে জানাই প্রণাম।।