ক.
তুমি আমার চৈত নিদানের
বড় কষ্টের চাল
ফুটছো ম্রিয়মাণ আলোতে
বুকে অনন্ত কাল ।
খ.
তোমার কথা ভেবে ভেবে
আমার কাটে দিন
তুমি তখন অন্য কারোর
শুধতে আছো ঋণ ।
গ.
ট্রেন ছুটছে হু- হু হাওয়ায়
আমার চোখে জল
তোমার কাছে রেখে এলাম
সুখের করতল ।
ঘ.
পোষ্টাপিসের পিয়ন বললো
নেই চিঠি নেই নেই
হঠাৎ মেঘে ঢাকলো আকাশ
রোদের অজান্তেই ।