তোমার জন্যে ও মনপাখি
বেরিয়ে পড়ি সকালবেলায়
ঘর পালানো দুপুর বিকেল
সন্ধ্যে কাটে এ কোন খেলায় ?
কৃষ্ণচূড়ার ছায়ায় মলিন
ঝরাপাতা রাশি রাশি
বুকের ভাঁজে দাঁড়িয়ে থাকো
স্বপ্ন চোখে সর্বনাশী ।
তোমার জন্যে ও মনপাখি
বেরিয়ে পড়ি সকালবেলায়
ঘর পালানো দুপুর বিকেল
সন্ধ্যে কাটে এ কোন খেলায় ?
কৃষ্ণচূড়ার ছায়ায় মলিন
ঝরাপাতা রাশি রাশি
বুকের ভাঁজে দাঁড়িয়ে থাকো
স্বপ্ন চোখে সর্বনাশী ।