চোখ বন্ধ রাখলে
সারা জীবন অন্ধ হয়েই থাকতে হবে
এবার একটু চোখ মেলতে হবে;
ঘুমিয়ে থাকলে
সারা জীবন ঘুমিয়েই থাকতে হবে
এবার একটু জাগতে হবে;
চুপ থাকতে থাকতে একসময় মুছেই যেতে হবে
মুছে যাওয়ার আগে অন্তত
একটিবার আওয়াজ তুলতে হবে
এবার কিন্তু কথা বলতেই হবে
অনিয়ম দেখতে দেখতে
এই অনিয়মটাই নিয়ম হবে
এবার কিন্তু অনিয়মটাকে রুখতে হবে,
হাসতে হাসতে অন্যায়গুলোকে সইলে
একদিন আমাদের ভাসতে ভাসতে মরতে হবে
এভাবে ভাসার আগে
একবার ঝেড়ে কাশতে হবে,
নিরব থাকার মাত্রা শেষ,
এবার সরব হতেই হবে
সরব হয়েই লড়বো না হয়,
লড়াই করেই বাঁচতে হবে
শক্তি যখন যুক্তি হারায়,
সেই শক্তিকে দাও ফেলে দাও আবর্জনায়
মাথায় নিয়ে জনতার রায়
উচ্চশিরে চলো এগিয়ে যাই নির্দ্বিধায়
একটু একটু করে প্রতিবাদের গান গাইতে শেখো
চোখের সামনেই অভয়ার নিথর দেহ
অবিচারের বাণী শুনে কাঁপছে দেখো
আমরা যদি না জাগি আজ
শিশুর হাতে কি জবাব দিয়ে যাব?