আমি সবার কাছে যায়
আমার কোনো বাচবিচ নাই।
আমাকে গ্রহণ করে না
এমন কেহই নাই।
পাপ হলো আমার নাম।
সবাই কে অধর্মের পথে
নিয়ে যাওয়া আমার কাম।
লোভ দিয়ে করি আমি শুরু
আর মৃত্যু দিয়ে করি শেষ।
লোভে পাপ আর পাপে মৃত্যু
এটাই হলো আমার বেশ।
আমি করিনা কাহারো ভালো
তাতে আমাকে যে যাই বলো।
আমি সবারে করি নিমন্ত্রণ
সবাই করে ও আমারে গ্রহণ।
আমার আছে এটা জানা
যে যতই ধর্ম করুক
আমায় ছাড়তে পারবে না
আমার আছে এমন মহিমা।
যে ছিল ধর্ম পুত্র যুধিষ্টি
সেও একবার মিথ্যা বলেছিল ।
অশ্বত্থামা হতো ইতি গজ।
মিথ্যা বলা মহাপাপ
এটা সবাই ভালোভাবে জেনো।
তাহলে বলো ,কে আছে এমন,
যে আমার কাছে আসে না?
ভুল করে হলেও আসবে একবার
এটা আমার নিশ্চিত জানা
যতই বলো যাবো না যাবো না।।
পাপ করবো না করবো না।।