একা একা বেঁচে থাকা যায় না সেটা সকলেই বুঝি
তাই রোজ রোজ সকাল হলেই সুজন বন্ধু খুঁজি।
সুপ্রভাত টা কাউকে বলি কাউকে শুভ সকাল
নানান কথা এটা সেটা সংসারে দিই সামাল।
বন্ধু বিনে মুখ ফোটে না জীবন বেসামাল
মন খারাপের দিন গুলোতে কে কার ধরে হাল।
যোগাযোগের নানান উপায় মিডিয়া সোস্যাল
ঘরে বসেই বিশ্ব ভ্রমণ মিডিয়ার কামাল।
দেখলে শুধু ভরে না মন কথা বলা চাই
ভাব প্রকাশ না করতে পারলে পরাণটা আইঢাই।
বড়ো হলে যে যার সে তার কে কার করে ভাই
প্রয়োজনে বন্ধু অমিল শূন্য দালান টাই।
ছেলে মেয়ে বড়ো হলে তাদের কি আর পাই
তাদের হরেক কাজ রয়েছে বাঁচার তাগিদটাই।
ছোট বেলার বন্ধু যত আছে কি নাই জানিনাতো
দৈবাৎ যদি দেখা হয়ও চিনতে পারা চাই।
প্রাণের আলাপ মনের বাঁধন অটুট কি যাচাই
কেউ সাড়া দেয় কেউ চলে যায় ভবের নিয়ম তাই।
কিন্তু যদি নজর রাখি সবার করি খোঁজ
অবুঝ মনের খাদ্য জোগাই দুই বেলা চার রোজ।
বন্ধু তুমি সুজন সাথী তুমি জীবন রথী
তাই সারাদিন তোমায় খুঁজি তোমার খবর রাখি।
স্বপ্ন দেখি আকাশ কুসুম বাসন্তিকার বসন্ত ধুম
বেঁচে থাকার রোজনামচায় মৌমাছি গুণগুণ।
একলা ঘরে কাব্য লিখি আকাশ জানে চিঠি ও লিখি
ভালো খারাপ যা লাগে তায় বিবশ হয়ে রই।
ভুলি দিনের রোজনামচা শুনি কতোই মুখঝামটা
বাতাসে প্রেম অবুঝ বিকেল শুধুই চেয়ে রই।
কেউ কি আছে মনের সাথী গাজন মেলায় যাবে নাকি
ঢ্যামকুড়কুড় বাদ্যি বাজে শুনে পাগল হই।
বিষাদ সিন্ধু পার হয়ে যাই নতুন দিনের স্বপ্ন নাচাই
বাঁচার জন্য স্বপ্ন গড়ি তাইতো জেগে রই।।