রাজনীতি নয় বিতর্ক নয় দুঃখের কথা নয়
এখন থেকে লিখতে হবে নিরামিষ পরিচয়।
আধপেটা খায় অথবা ঝিমায় কেউ বা অনাহারে
দেশের নেতা ডঙ্কা বাজায় ভোট এসেছে দ্বারে।
বাহাদুর তো বলতে হবে আদেশ জারি কে
সবাই মান্যগণ্য করে ভোট বাবাজিকে।
কেউ ভালো কেউ মন্দ জানি সবাই ভালো নয়
ভালো মন্দ বিচার করে ভোট টা দিতে হয়।
ক্ষুদ কুঁড়ো কেউ পকেট ভরে কেউবা বলাৎকারে
কেউ অলক্ষ্যে কেউবা সামনে পুকুর চুরি করে।
সহাবস্থান পরম্পরায় মিলমিশ হয় ঘরে
তবু্ও তেমন বাগে পেলে জ্বালিয়ে পুড়িয়ে মারে।
আইন আছে শাসন আছে তবুও কি যে হয়
সবাই দেখি বারণ করে প্রতিবাদটা নয়।
বন্ধু বলো আত্মীয় সব দেখি চোখ টাটায়
হাতী পাঁকে পড়লে পরে ব্যাঙও লাথি চালায়।
নিরামিষ না আমিষ ভালো তর্ক বহুদূর
প্রেমের কাব্য লিখতে হবে আনন্দে ভরপুর।
প্রতিবাদী লিখলে কিছু আইন চোখ রাঙায়
কৃষক নিধন গণ ধর্ষণ সব কি ভোলা যায়।
কেউবা ছোড়ে কাঁদানেগ্যাস কেউ লাঠি পেটায়
জলকামানের সাথে দেখি ড্রোন ও হানা দেয়।
নব্বই ভাগ দেশের মানুষ লড়াই করেই বাঁচে
পাঁচ থেকে দশ ভাগ মানুষে দেশের রত্ন লোটে।
সম বন্টন সমান সুযোগ কেউ কি এমনি দেয়
অভুক্ত লোক বেশী তাইতো খাবার লোভ দেখায়।
অমুক পাবে তমুক দেবো ভোট টা আমায় দাও
ভোটের পরে ভোকাট্টা সব ঘুড়ি উড়ে যায়।।