কারেই বা ভালো বলি, মন্দ বলি কারে !
ক্রয় – বিক্রয় হচ্ছে মানুষ, ভোটের বাজারে ।
কেউ দেয় পাঁচশ টাকা, খেলে কেউ হাজারে ।
কেনা – বেচা চলছে দেদার, রাতের আঁধারে ।
নেতা আসে, নেতা যায়, হাতে টাকার থলি ।
সব দেখেও অন্ধ তুমি, চোখে জমেছে পলি ।
চেয়ার নিয়ে খেলছে দেখ, শাসক – বিরোধী ।
লক্ষ্য ওদের একটাই যে, পাঁচ বছরের গদি ।
জনতাও ঘুষ খেয়ে, কালি দিল নোখে ।
তারপরে পাঁচটি বছর, অশ্রু ভরা চোখে ,
ভিক্ষার বাটি হাতে, দেওয়ালে মাথা ঠোকে ।
সমালোচনা তোমার মুখে, মানায় না যে তাই ।
টাকার লোভে ভোট দিয়েছ , ভুলে গেছ ভাই !
এখন বলে হবে টা কী, বিক্রি হয়েছ রাতে ।
আসছে বারে, মনে রেখো, ভুল হয় না যাতে ।