কাদম্বিনীর আঁচলে ঢেকেছে সুদূর গগন পাড়া,
এসেছে শ্রাবণ নির্ঝর বারি ঝরছে অঝোর ধারা।
জলে থৈথৈ নদী মাঠ ঘাট দাদুরী ঘ্যাঙর ডাকে,
জলাশয় যত জলে টলমল মাছ ভেসে চলে
ঝাঁকে।
রিম ঝিম ঝিম সুরে অবিরত দিনমান বারি ঝরে,
মনে জাগে ত্রাস গরিবের ভিটে যাবে বুঝি ভেঙে পড়ে।
জানলার পাশে বসে দেখি চেয়ে চারিদিক ভাসে জলে,
শিশুরা খুশিতে কাগুজে নৌকা ভাসিয়ে খেলছে দলে।
টোকা মাথে দিয়ে বীজ বুনে চাষি জলে ভরা জমি মাঝে,
পাখসাট তুলে ভিজে ফিরে নীড়ে বলাকার সারি সাঁঝে।
বর্ষা মুখর বাদল বেলায় চলে মাঝি দাঁড় বেয়ে,
ছই দিয়ে তরী পারাপার করে ভাটিয়ালি গান গেয়ে।