ঝরঝর ঝরনা পাহাড়ের গায়,
ঝুম ঝুম ঝুমুরের তাল তুলে ধায়।
নেচে নেচে বয়ে যায় সারাদিন রাত,
কিঙ্কিনী বাজে শুনি তার দুটি হাত।
ছলাৎ ছলাৎ ছল, ছলাৎ ছলাৎ ।
জলতরঙ্গ বেজে চলে দিনভর রাত।
সুন্দরী নেচে চলে স্ফটিকের বেশে,
শ্রাবণ ধারার সাথে ছুটে চলে রেসে।
ঝর ঝর ঝর ঝর ঝুর ঝুর ঝুর !
এঁকে বেঁকে নদী হয়ে পাহাড়ের তলে,
স্রোতে স্রোতে কোলাকুলি করে ছুটে চলে।
ছলাৎ ছলাৎ সুরে তটিনীর টানে,
কলকল কুলুকুলু সুর তান গানে।
পথ ঘাট গ্ৰাম মাঠ সব ফেলে পিছে,
তটিনীর সাথে হেসে সাগরেতে মিশে।
ঝর ঝর ঝরনা শান্ত তখন,
স্রোত ধারা কলনাদ বদলায় ক্ষণ।
ছলাৎ ছলাৎ ছল, ছল ছল ছল
সাগর সমীপে এসে মিশে মোহনায়,
ঢেউয়ে ঢেউয়ে নেচে সে যে চলে অজানায়।
ছলাৎ ছলাৎ ছল,ছল ছল ছল।