মেঘে রৌদ্র বৃষ্টি খেলা
আনন্দ তাই বনে মেলা
শিয়াল মামার বিয়ে,
চলছে খুশির রেশ আবহ
পশুপাখির সমারোহ
আসছে সারি দিয়ে।
গভীর বনে গাছের তলায়
ছাঁদনা তলা হস্তী সাজায়
নানান পুষ্প দলে,
খুশিতে সব ভালুক ছানা
সানাই শিঙ্গা বাজায় টানা
বসে ছাঁদনা তলে।
পরে ধুতি ও পাঞ্জাবি
চলতে শিয়াল খাচ্ছে খাবি
মুখে লাজুক হাসি,
ব্যাঘ্র কন্যার সাথে বিয়ে
বেজায় দামি যৌতুক নিয়ে
টাকা রাশি রাশি।
মধ্য রাতে বিয়ের লগ্ন
শিয়াল খুশ আনন্দে মগ্ন
হবে যে শুভ দৃষ্টি,
বরের বেশে ঘোড়ায় চড়ে
যাচ্ছে যখন কনের ঘরে
নামলো হঠাৎ বৃষ্টি।