গুরু গুরু মেঘ ডাকে
বর্ষা বুঝি নামলো ওই
নদী নালা ভরে গেলো
জলে সব করে থৈ থৈ ।
চাষিরা সব খুশি মনে
চাষ করে গান গায়
ছেলে মেয়ে নদীর ঘাটে
সাঁতার কেটে বেড়ায়।
ব্যাঙেরা সব মহানন্দে
ডাক পারে গো গাঁ
এই না শুনে ময়ূরীরা
পেখম মেলে নাচে।
কাঠবেড়ালি লেজটি নেড়ে
ছুটে বেড়ায় গাছে গাছে।
গাছপালা সব বৃষ্টি ভিজে
নতুন রূপে সাজে।
নৌকা নিয়ে মাঝি ভাই
আসে নদীর ঘাটে ।
জেলেরা সব জাল ফেলে
কত না মাছ ধরে।
হাঁসগুলো সব চড়ে বেড়ায়
নদী নালা পুকুর বিলে।
নদীগুলি বৃষ্টিজলে ফুলেফেঁপে
মহানন্দে আপনবেগে ছোটে ।
বয়ে নিয়ে যায় আবর্জনা
বয়ে নিয়ে যায় আরও কত কি যে।।