এই প্রকৃতি থেকে আমি
নিত্য কতই শিখি,
সাগর মরু পাহাড় মাটির
গল্প কথা লিখি।
আকাশ থেকে নিয়ত নিই
উদারতার শিক্ষা,
মনটা সরল বিবেক চেতন
দীপ্ত হওয়ার দীক্ষা।
বাতাস শেখায় অবিরত
চলো কর্ম করে,
চিত্তটাকে রাখবে সতেজ
আলস্য না ধরে।
মাটি শেখায় সহিষ্ণুতা
থাকতে হাসি মুখে,
নদীর স্রোত এগিয়ে চলতে
শেখায় সুখে দুখে।
পাহাড় শেখায় মাথা উঁচু
রাখতে জীবন পথে,
সূর্য শেখায় সত্যালোকে
চলতে সময় রথে।