শ্রাবণ যে ফিরে যায় তবু রেশ থাকে হায়
বরষার ঘনঘটা বেশ,
পাখসাট তুলে তায় বলাকারা মেঘ গায়
ভিজে ভিজে ঘুরে নানা দেশ।
হাসনুহানার বাস বাতাসেতে মাখা রাশ
ভাদরের জলভরা প্রাতে,
নদীজল টলটল স্রোতে ধায় ছল ছল
মাঝি সুখে তরী বায় তাতে।
কাপাস মেঘের ভেলা নভ মাঝে ভাসে মেলা
সোনা রোদ হাসে মেঘ ভাঁজে,
তারই ফাঁকে দেয়া ডাকে গুরু গুরু স্বরে হাঁকে
ছায়া ঘনায় ধরণী মাঝে।
অমা ঢাকে চারিদিকে ধূমায়িত লাগে ফিকে
চরাচরে মেঘছায়া ছায়,
ঝরঝর বরিষণে দাদুরির ডাক ক্ষণে
শ্রাবণের স্মৃতি জাগে তায়।
ভাদরের অভিসার শ্রাবণীর লাগে ভার
তাই বুঝি ফিরে ফিরে আসে,
জলে থৈথৈ ধরা ব্যাকুলিত হয় চরা
প্লাবনের ভয়ে সবে ত্রাসে।