শ্রাবণী মেঘ লিখছে চিঠি আকাশ পাড়া হতে,
কৃষ্ণ কালো মেঘের খামে বার্তা পাঠায় খতে।
আষাঢ় এসে গিয়েছে ফিরে শুষ্ক তবু ধরা,
অঝোর ঝরন বৃষ্টি ধারে ভরাবে বসুন্ধরা।
প্রাবৃট কালে খেলবে নভে মেঘ বৃষ্টি খেলা,
সিক্ত রবে ভুবন তবে শীতল হবে বেলা।
আকাশ বীণায় বাজবে সদা মেঘমল্লার সুর,
জল নূপুরের ধ্বনিতে বায় থাকবে ভরপুর।
অঝোর ধারা জল প্রপাতে ভিজবে মেদিনী সুখে,
ম্লান ধরিত্রী প্রাণবন্ত হয়ে রইবে হাসি মুখে।
হিল্লোল তুলে নদী জলাধার কলতানে যাবে বয়ে,
পুলকিত হবে বিটপীর শাখা বৃষ্টিস্নাত হয়ে।
পুষ্প ঘ্রাণে বাতাস কখনো বইবে মাতাল করা,
বসুধা আঙিনা সবুজে শ্যামলে থাকবে খুশিতে ভরা।
সময় হলেই প্রকৃতির রথে আসবো ধরা মাঝে,
দিগন্ত জুড়ে নির্ঝর প্রবাহে ঝরবো সকাল সাঁঝে।
দহন জ্বালা সয়েছো অনেক অনাবৃষ্টির তরে,
বৃষ্টিবারি সুধা ধারায় রাখবো স্নিগ্ধ করে।
আর দেরি নেই জলদ সাথে আসছি ধরা তলে,
রিক্ত ভূতলে নদী জমি মাঠ ভরবো দেখবে জলে।