মাঝ দুপুরে বৃষ্টি ঝড়ে
সিক্ত হলো ধরা,
সবুজ হলো প্রাণবন্ত
স্নিগ্ধ আবেশ ভরা।
খোকন সোনা কাগজ নৌকা
ভাসায় সুখে জলে,
থৈ থৈ জল উঠোন মাঝে
নৌকা দুলে চলে।
টিনের চালে টাপুর টুপুর
শব্দে বৃষ্টি ঝরে,
থপর্ থপর্ ব্যাঙের নাচন
ঘ্যাঙর ঘ্যাঙর স্বরে।
কলাপ তুলে নাচছে শিখী
বৃষ্টির ছন্দ তালে,
পাখপাখালি উড়ছে ভিজে
বক ধরে মাছ খালে।