ব্যথা বেদনারা তোমার শরীর ঘিরে
অথচ কখনো দাওনি জানতে কাউকে,
তোমার শরীর আজ এতটাই ভবঘুরে
শরীরের মালিকানা বুঝি নেইকো আজ হাতে।
কালের হাত ধরে পারিনি তো হতে বিদ্রোহী
হয়েছি শুধু সময়ের অনুসারী,
নেই তাই আজ আবেগের ফরমান
শুধুই দ্বন্দ্ব করা বসে শুক সারি।
নির্লজ্জ প্রেম উড়ছে ইচ্ছে ডানায়
না মানে শাসন হুজুগের বাড়াবাড়ি ,
একাকীত্বতায় ধুঁকছে মনের ক্ষত
স্বাধীন উড়ানে মন্দের দেশে পাড়ি।
চাওয়া পাওয়ার পথটা বড়ই কঠিন
যা চাওয়া যায় মেলেনা তো সহজে,
যা মেলে তা চাইনি তো কোনোদিন
নাড়া দেয় মন না পাওয়ার বেদনাতে।
চুপকথারা সাজায় প্রেম জোনাকির মিছিলে
পুরুষদের অভিমান বুঝলে ভালোবাসা বাড়ে ,
আর না বুঝলে বুঝেছি বাড়ায় যে দুরত্ব
থাকেনা আবেগ ক্ষণিকের দেখার আড়ে।