লিখবনা ভেবেও লিখে ফেলি সব কথা,
কলম যে আমার মানে না মানা
লিখে চলে ষোলআনা।
যা দেখি চোখের সামনে, বুঝি যা অনুভবে
এক কানাকড়িও রাখিনা বাদ ,
লিখে চলি অবিরাম স্রোতের বিপরীতে ।
তোষামোদি কারবার করিনা
নিজেকে অমানুষ বলে ভাবিনা,
তাই দেখিনা কোন রং, করিনা কোন ঢং
আমার চোখে রং শুধু একটাই –
মানবতার রং ।
অবলীলায় কলম চলে
সমাজের বঞ্চিত মানুষের কথা বলে,
প্রতিবাদের ভাষা তাই হতে হবে ক্ষুরধার
নইলে হবে যে বরবাদ চারিধার।
মানব জীবন কত তুচ্ছ আজ ,
সংবাদ মাধ্যমে তাকালে তা স্পষ্ট বোঝা যায়।
যেদিক পানে চাই –
চাপ চাপ রক্ত মাংসের দলা শুধু দেখি ভাই।
সেই বীভৎস দৃশ্য সাধারণের দেখা অপরাধ-
কারণ কাজটি করে যারা,সবাই সুবোধ তারা
তাদের বিরুদ্ধে কিছু বলার অধিকার নাই।
তবুও চুপ সুশীল সমাজ !
হয়েছে বন্ধ মোমবাতির মিছিলে প্রতিবাদ
আজ,
আগে দেখতে হবে মৃত্যুর কি রং!
নইলে হবেনা কোন কাজ।
হায়রে বিশ্ব জননী–
তবে কি মৃত্যুও হতে হবে বেছে বেছে আজ ?