চাঁদ মামা রাঙা জামা দেখে খোকা হাসে
নভ জুড়ে লালে মুড়ে রাকা রয় চেয়ে,
বায়ু দোলা মন খোলা মাথা নাড়ে মেয়ে,
কথা রাখে মাতা ডাকে খোকা ভালে আসে।
পুব ঘরে অর্ক করে ভোর বেলা ফোঁটে
লাগে ছবি নভে রবি রঙে কথা বলে,
শিল্পী আঁকে নদী বাঁকে তরী খানি জলে,
সাঁঝে বেলা গরু মেলা ফেরে সব গোঠে।
কাস্তে সেকি! নভে দেখি, আলো ভরা রূপে
শশী রানি সুশ্রী মানি দেখা দেয় রাতে,
ছেলে বুড়ো খুড়ি খুড়ো পুজো তরে মাতে,
বাদ্য বাজে প্রভু রাজে হরি নামে চুপে।