গোপনে গোপন থাক , থাক থাক প্রিয় অভিমান
তূণের চাঁদোয়া তুলে তিলে তিলে ঢেকে রেখো তির ,
ভাঙা ভাঙ্গা মেঘ জুড়ে বৃষ্টির হয় অভিযান ?
তোমার পাঠানো ভোরে রঙ্গন রঙ হয়ে ঝরি ঝিরঝির।
ঘড়া ঘড়া ভীড় মেখে তবু হই অভিজ্ঞ নির্জন দ্বীপ
মধুর আঁধারে ডোবে বিধুরের মাতালিয়া সুর ,
টানের মমতা ঢেলে রোমে রোমে জ্বেলে যেও দীপ
তোমারই প্রবেশে খুলি সাজঘরে স্বগতঃ সুদূর ।
প্রেমিক প্রেমিকা পথ , রাখঢাকে ফাঁদ পেতে বাঁধে
বন্ধুর কাছে বন্ধুর নগ্নতা আদমের প্রাক-জ্ঞান হাসি ,
তোমার দায়িত্ব বাড়ে সব সব সব জানা কাঁধে
জানার অজানা বাণ শুষে তাও বলো ভালোবাসি ।