এবং ভেবেছো শেষ নাকি ?
জীবনের জ্বর এসে
আবারও করবে ডাকাডাকি ।
মনের দুয়ার থেকে সময় দোকানি
ভয় পেয়ে সরে যাবে
নিয়ে সব স্বাদু হাতছানি ।
জিরিয়ে ফিরবে মুঠি হাতে হাটখোলা
আনন্দ ডাকবে বুকে
একাই একশো হরবোলা ।
আসলে গুমোট ঘাম পরায় প্রকৃতি
তারপর ফিনফিনে হাওয়া দিলে
আহা কী আরাম ইতি !
দাঁড়ের হারানো ঢেউ -এ গুণেদের জয়
আশা জলে মধুকর
পাওয়া নয় , খোঁজই সঞ্চয় ।