মারকুটে কোলাহল হূলের কামড়ে
কেটে যাচ্ছে আমার নৈসর্গিক নেশার মগ্নতা ।
আমি এক ডুব নির্মল নির্জনতার জন্য
খুঁজে যাচ্ছি কোনও মহীয়সী মমির
নীরব দৃষ্টি নদীর দাঁড়ে নিঃশ্চুপ মৈনাক মাটি ।
শতাব্দীর আদিম আঁধারে অনন্ত শেয়ালের
নীল নীল ধারালো ধূর্ততা দেখে
কমে আসছে সভ্যতার নাবিক নাব্যতা ।
ঘন কালো মেঘদূত বৃষ্টির চিঠি নিয়ে
বাৎসরিক ইতিহাস ভুগোলের কম্পাস ভুলে
যক্ষীর ডাকবাক্সে ক্রমাগত ভরে দেবে ঊষর শূন্যতা !
দুরূহ যুদ্ধের প্যাঁচে এখনও তরললতার তীরে
তিন ভাগ জ্বলজ্বলে সরল আর্দ্রতা ।
সম্ভাব্য আশার আকাশে ওড়ে শতমূলী চেষ্টার ঘুড়ি ।
সাময়িক বিষাদের বিষঝড় শান্ত হও জাতক সম্মানে
এসো , আগুনের যজ্ঞ অহঙ্কার নেভার অপেক্ষায় থাকি ।