মাঝে মাঝে পালে পাখা হবে বলেছিলে
বলেছিলে ? নাকি আমারই ভাবনা ভেরী
বাজালো তোমার কাঁচা ইচ্ছের রীলে
তিলোত্তমার তিল পেতে তাই দেরী !
দেরী হোক , দাঁড়ে শ্রম দান দরকারী
অনায়াস কাছে সয়ে সয়ে গা’য়ে দূর ,
পাবো পাবো সুখে জীবনের পায়চারী
অযাচিত ভোরে তোমার পাঠানো সুর ।
একই সুরে সুর পেতে চাই প্রত্যাশী ,
বেসুর না হলে সুরের কদরদানি
কীভাবে করবো ? ভুলে যাই বারোমাস-ই
কোজাগরী পেলে পুড়ে যেতো আশমান-ই !
যত দেরী তত গোপনে গোটানো টান
বেড়ে বেড়ে টন মিলনের অভিলাষা ,
কাঁচা ক্ষেতে শুরু ফসলের জয়গান
শেষে সমীচীন থাক থাক ভালবাসা ।