কবিতা হবার জন্য কতো কতো চোখ
অবিরাম অস্নাত রাত পেতে আছে ,
তুমি জানো তোমাকেই মুখস্থ করে যাবো
বাকিদের খাবে কাল- মাছে !
অহং এর এই অধিকার তোমাকেই রোমে রোমে
শ্রীকান্তের অজান্তে আমিই দিয়েছি ,
শতাব্দীর প্রেম ঘোরে আবেগের বীজে
নৈঃশব্দের নির্জনে মাটিহীন মুক্ত পুঁতেছি ।
আমারই একাঘ্নী মনের তুমি
ভেসে ভেসে ভাসচক্ষু শুধু ,
পৃথিবীর আড়দৃষ্টি কর্পূরের মতো
উবে উবে বাস্প ভীড়ে উদ্বাস্তু ধুধু !
শুধু কবিতা হবার জন্য যখন চেয়েছি
শরীরী শব্দ মেখে মুখর হয়েছো ,
মনের ভিতরে মন , সতত চুম্বনে
ছোঁয়াচে অ-সুখ কবি , ছুঁলেই মরেছো !