এক অভূতপূর্ব স্বপ্ন সকালের আসন্ন আকাশে
নৈসর্গিক নিঃশ্বাস ফেলবো ব’লে
আজও আয়ুর উনুনে পোড়ে অমূল্য প্রশ্বাস ।
প্রতিটি পূর্বাশ্রমের আহত স্মৃতির শরীর বেয়ে
নেমে আসে অতৃপ্ত ব্যর্থতার বিষন্ন ঝুরি ।
জাতক মায়ার টান কানে কানে বলে যায়
— প্রসন্ন পরাজয় কখনও সখনও
উগ্র জয়ের জিনের চেয়ে দামী ।
একক জীবনের কোনও প্রতিযোগী নেই
জেনে যাপনের মর্মমূলে জননীর ধৈর্য্য পেতেছি।
পৌনঃপুনিক পতন উত্থান দৃশ্যের
পুরোটাই একসাথে কাঁধে নিয়ে
তাই তো চলেছি , যুধিষ্ঠির !
এক আশ্চর্য পৃথিবীর বিশুদ্ধ পাতায়
কোনও দিন পূর্ণ কবিতা লিখবো ব’লে
বিষাদের বিষ বেচে কিনে যাই
থৈ থৈ সৃজনের কল্পতরু সুধা ।