সম মানের টান টান ভালো লাগা যেন
জিইয়ে রাখতে পারি সময়ের জলে ।
তোমার কুঁচকে যাওয়া অদূর দৃষ্টিতে
হয়তো পাবো না আর সমুদ্র স্নান ।
যুবতী জোনাকি ঝর্ণা বইবে না হলুদ হাসিতে ।
যে ঠোঁটের উপমা ছিলো টসটসে চেরীর বাগান
কালের হাঙর- হাঁ দেখে যাবে করুণ লালিমা ।
আগামীর থুত্থুরে পূর্বাভাস ভেবে
এখনই গুটিয়ে যাবো আয়ুর আঁচলে !
আমিও কী একই সাথে ক্ষয়ে ক্ষয়ে
হবো না আগাম শ্মশান শীতে করোটি খোলস !
চাঁদ – ভাঙা আকাশের অভিজ্ঞ দাগ পেতে
ঝলোমলো চলো নীলা , আনচান পাশাপাশি
পরিশ্রমী অসমান পিপীলিকা পথে ।
অনন্তর তুমি আমি একই অসুন্দরের তাপে
গলে গলে সুন্দরের চোখে চোখ রেখে যাবো ।