রাতের চোখে ভোর ডুবিয়ে পাশবালিশে
আঁকছি আলো ,
এইটুকু সুখ ! বলেই জীবন কটমটিয়ে
ভ্রু চমকালো ,
সাধ্য আমার ওইটুকুনি ।
কেমন করে জানলে তোমার মন-শ্রমণের
শক্তি কতো ?
চকমকানো মনের কূলে ভাসলো আকাশ
তারায় নত ,
নাড়ির নীচে ধুকপুকুনি।
কোন প্রতিভার ওজন কতো ! চর্চা দাঁড়ি
পাল্লা পারে ,
বীজের বুকে খেলছে ছায়া বনষ্পতির
মালির চারে ,
উপমা পদ সার বেঁধে সব !
অবাক আমি , চাইতে পারি ঊষর মেঘে
শ্রাবণী শীষ ,
ত্রাণের টানে সাগর মায়া ফাঁক ভরাবে
ঝরবে আশীষ ,
দৃশ্য সুখে সব সম্ভব ।
অসম্ভবের না হার মানা সম্ভাবনায়
প্রাণের শুরু ,
বৃদ্ধ বোধের চোখ কপালে , মুছতে হবে
চশমা পুরু
অনেক কিছু জানতে বাকি ।
জানতে জানতে জানতে পারি , জ্ঞানের বিশ্বে
নুড়ির জীবন ,
তাও কী জানি ? তার ইতিহাস ভুগোল কেমন
পূর্ণ দীপন !
শেষের হাতে শুরুর রাখী !