যখন ডেকেছি সময় ছিলো না তোমার
টগবগে স্বর জমে’ হিম ব্যাথা-তীরে ,
এখন পেয়েছো অবসর সাড়া দেবার
গত অনুভূতি আর তো পাবে না ফিরে !
যে ক্ষণ গিয়েছে গোধূলির ফাঁক গলে
দেয়নি ফসল অনাবাদী অভিমানী ,
মৌমাছি পায় প্রতি পলে একই বোলে
শব্দ হারানো শব্দের সন্ধানী !
বৃথা হাঁকডাক ‘ কুসুমে’র মন কাঠ
গনগনে লাভা ক্ষয়ে ক্ষয়ে ধূলিকণা ,
শীত ঘুমে গেছে হৃদয় হারানো মাঠ
ভুলের ঝাঁপিতে নিস্তেজ প্রেম-ফণা ।
জীবন তো নয় ‘ অক্ষয় ‘ হালখাতা
ফস্কালে মুঠি ট্র্যাপিজের চিৎকার ,
মাহেন্দ্রক্ষণ , চারিদিকে ফাঁদ পাতা
হারজিত পথে , পথ নেই পালাবার !