তোমার মনমতো একটা কবিতা লিখবো বলে
স্বাদু শব্দ পেড়ে এনেছি মৌবন থেকে ।
ছুটে গেছি সালোক সংশ্লেষের আশ্চর্য জগতে
সৃজন শক্তির উৎস সন্ধানে ।
কল্পনার কুহু কুহু কালের বাগানে
ফুটে আছে থরে থরে ডাইনোসর ভোর ।
আমি সেই প্রকৃতির থান থেকে
নীলশুভ্র প্রাণ এনেছি তোমার ঝুরি -নামা
বোধের বেদীতে প্রতিষ্ঠা করবো বলে ।
যদি চাও , তোমার অতৃপ্ত অশ্বত্থামা মনের
খটখটে ব্রহ্মতালুতে প্রথম মহাপ্রলয়ের
আগের ব্রহ্মান্ড রস পেতে দেবো ।
হাজারো হরফ খোদাই- দৃশ্যের ভ্রান্ত অতীত পুড়িয়ে
আমি শুধু তোমার সুসম্মত স্বপ্নের মতো
একটাই পূর্ণ কবিতা লিখে যেতে চাই ।