সময় পাহাড়ে বসে শেকড়ের সিঁড়ি স্বাদ শুঁকি ।
বিকেল প্রতিভা এসে চুরি করে নিয়ে গেছে
দুড়দাড় সকালের সাঁতারের স্রোত ।
কখন ব্যাঘ্র দুপুর খেলো এক ভিড়
ভোরের বীরেন ভদ্র আর শিউলির চাঁদ !
এক মাটি দুই মাটি … বিস্ময়ে ভরপুর চোখ !
চাঁদি ফাটা ভাদ্রের লীনতাপ শুষে নেওয়া
নাতিশীতোষ্ণ সুখ যুগ যুগ জিও’র জোয়ার !
নাগরিক অনুষঙ্গে রাজপথে নৌকার হিহি রণপা !
অকারণে হাসির হিল্লোল আবোল নিয়ে
কোথায় লুকোলো ধূর্ত গোধূলির ধুলো !
তাবোলের বোলে এসো ফিরে ।
স্মৃতিদের মুঠি খুলে দেখা শেষ হলে
আবারও দোল খাবো দোল দোল
জননীর মুগ্ধ নাভিমূলে ।
অপরূপ এ আশার মদে
গলে যায় সময় পাহাড় ।
সিঁড়ি ভাঙা নেশার অক্ষরে
ফের ভেসে চলি আমি।