এ জাহাজে গূঢ় মারণাস্ত্রের ব্যাধি বনিক বুনেছে
ধর্মতন্ত্রের তেলে মাছ নিজেই ভাজা হতে চায়
শতাব্দীর ভুল ভাং এ ভাঙচুর বহু
প্রতিশোধ নিতে পারা স্বাধীন বেকার হাতে
টিমটিমে হ্যারিকেন বুথে বুম্ জয়
জটিল এ জাহাজের তলে ও অতলে
অ-পন্ডিত পন্ডিত নির্বিবাদী ঢেউ ঢেউ খেলে
পরম পরাক্রমী সময় ভাস্কর
আগামী পৃথিবীর আধুনিক প্রস্তর কুঁদে চলেছেন
কোন রূপে জাহাজ রূপক ফোটে মানব বন্দরে
কবিতার অবয়ব দেখার মতো
অপেক্ষার পেটে আশার অক্ষর বাঁধি
চলো চেষ্টাদল