যতক্ষন অন্ থাকো , আছি-নেই আলোছায়া
ঘনঘোর ঘিরে রাখে আমার চেতনা ।
তোমার ডাকের আশা ছাড়তে পারি না বলে
শেষ শ্বাসের শান্তি ফিরিয়ে দিয়ে
দ্বিধার মুকুলে বসে উশখুশ তুষ হয়ে জ্বলি ।
অফ্ হলেই দপ্ করে নিভে যায় সমূহ উদ্বেগ ,
আঁধারের ছায়াসুখ মেখে দ্বন্দ্বহীন নিশ্চিন্তে ঘুমোই ।
আলোর উত্তর নিরুত্তরের দ্বৈত সম্ভাবনার
সংশয় আগুন যে পোড়াতে পারে
আমাদের অবশেষ আয়ুর বৈভব ,
আঁধারের একমুখী আলো জ্ঞান ছাড়া
জানাই যেতো না বলো বলো ইউরিদিস্ ।