তুমি নেই কাছে দুর
থেকে গেছো
যেখানে স্বপ্নের নদী বাঁক নেয়
জ্যোৎস্নার ধানমাঠ
রোদের ডানায় প্রজাপতি গন্ধ
চাঁদ চোখের কাজল কেড়ে
সময় বায় নৌকা
বারে বারে থাকে হেরে যাওয়া
স্রোতে ভাঙ্গে নদী
নদীর পাড় ও
বিষন্ন ছায়া অশ্রুর হাড় কঙ্কাল যোগায়
সংসার লিখে সম্পর্কের
অসংখ্য মৃতু