বিকেল বেলা
শূন্য মাঠে দাড়িয়ে ফসল কাটা রোদ
নিরবতা কেবল পথ বিচরণ করে
সময় যখন কবরের মাটি খোঁড়ে
একদিন কলেজ ব য়সের মেয়েটি
কলমের দু চোখে পরিয়ে ছিল
ভালোবাসার কাজল
ডাইরির বিকেল মাঠে
যেখানে রোদ ঠেস দিয়ে বসে
ওখানে বসিয়ে রাখি মন
বেদনা অশ্রুর ফুল
যেখানে মেঘ মাথা নামিয়ে কথা বলে
আমার দুঃখের পিরামিড়
সময় সময়ে দিয়ে আসি দানা পানি
কাজ ফুরিয়ে এলে
শুধুই তোমার দিকে হেঁটে
যাওয়া