এই যেভাবে বাঁচিয়ে রেখেছো আমায়
এভাবে বাঁচিয়ে রেখোনা আমায়
সবকিছু থাকতেও বন্দী খাঁচায় পুরে রেখেছো আমায়
মরে যেতে যেতে বেঁচে থাকা —-
সব অনুভূতির অনুসরণ এখন জেলখানায়,
খেতে দিচ্ছ ;
পড়তে দিচ্ছো ;
বসতে দিচ্ছ ;
তবু প্রাণ খুলে হাসতে দিচ্ছ না ,
আমার মনটাকে তুমি মেরে ফেলেছ
আমার প্রাণটাকে কেন মারলে না ?
আমিতো প্রাণে বাঁচতে চাইনি
আমি তো শুধু মনটাকে নিয়েই বাঁচতে চেয়েছি
তোমার মন নেই বলেই হয়তো তুমি অমন করছ
তোমার মন নেই বলেই তুমি আমাকে মনে মনেই মারছো,
মারো ;মারো ;মারো ;মারো……. আরো.. মারো …
তোমার যতক্ষণ প্রাণ আছে তুমি মারতেই থাকো
যেদিন আমার প্রাণটাও চলে যাবে সেদিন বুঝবে তুমি ,
সেদিন বুঝবে তুমি, আমার মনটা ছিল কত দামি
সেদিন বুঝবে তুমি, আমার প্রাণটাও ছিল কত দামি ।
আজ বাঁচা মরার আমৃত্যু খেলায়—
তুমি আমার মৃত্যু কামনাকেই বেছে নিয়েছো
আমাকে মারতে মারতে কখন তুমি নিজেই মরে গিয়েছো
চাইতে চাইতে কখন তুমি অনেক কিছুই চেয়ে ফেলেছো
এত চাইলে সে আশা মেটে না
এত নিন্দা করলে সে নিন্দা আর নিন্দা থাকে না ,
আমার বেঁচে থাকা একটা মৃত্যু হলেও; এর অপর নাম লড়াই
এখন তুমি কর যতই হেলাফেলা—
একদিন আমাকে নিয়েই করবে তুমি বড়াই।
একদিন আমাকে নিয়েই তুমি করবে বড়াই।