মিলেছিলাম আমরা সেদিন জনে জনে প্রতিজন
আশা নিরাশার কথা ভুলে গিয়ে পেয়েছিলাম শুধুই ভালবাসা কিছুক্ষণ
এইটুকুই প্রাপ্তির প্রার্থনা করি মোরা সারাক্ষণ
হৃদয়ের টান আর ভালবাসায় মোড়া আমাদের জীবন।
কাগজ কলমের ঠিকানায় চলি ছুটে নির্দ্বিধায়
কেউ বারন করলেও শুনি না তা, ধেয়ে যাই আপন ঠিকানায়।
ঐ তো সুনীল সাহিত্যে সৌজন্য রয়েছে বেশ ভরপুর
এমতাবস্থায় মনের সুস্থতায় এসেছি যে এতদূর
মুহূর্তের আনন্দ জীবনী শক্তিকে বাড়িয়ে তোলে যেন বহুগুণ
কোলাহল আর আনন্দ মুখরিত কথাগুলোই আমাদের নিজস্ব গুণ।
ভালো থেকো হে আমার প্রিয় কবি বন্ধুগণ
সামাজিক প্রেক্ষাপটে যদি কিছু না থাকে পকেটে তবু আমি মহাজন
হে মোর বন্ধু বর্গ, তোমরা আমার সুখের স্বর্গ
তাইতো এই যৌথ উদ্যোগে গড়েছি প্রেমের দুর্গ
সুসম্পর্ক দ্বারা নির্মিত আমাদের এই আলিঙ্গন
ভালোবাসার মাঝে ভালোবাসা মিশিয়ে ভরাবো সবার প্রাণমন।