ভালোবাসা ও আমি
ভেবেছিলাম একটা কবিতা লিখবো তোকে নিয়ে,
ভালোবাসারা ভিড় জমালো,
ডায়েরির পাতায়।
লাল গোলাপটা তখনো উত্তেজনায় ফুটছে,
ড্রেসিং টেবিলের গায়ে বেলের মালাটা তখনো ইতস্তত ছড়ানো।
তারে লাল শাড়িটা লজ্জা ভেঙে হাওয়ায় মৃদুমন্দ দুলছে,
বিছানার চাদরে তখনো ভালোবাসার গন্ধ।
আবেগী মন তখনো বশে নেই।
কলমকে বললাম আজ না হয় থাক,
খাতাকে দিলাম ছুটি।
বেলের মালাটা গালে ঠেকিয়ে বললাম,
আজ না হয় গোপন থাক তোর কথা,
শুধু আমার কানে কানে বল,
তোর অনুভূতি আর বলি ভালোবাসি,
অনেক অনেক আরও অনেক।