এক আঁচলা বৃষ্টি পাঠিয়ে দিলাম তোমায়
মেঘেদের খামে।
নিও কিন্তু, যেন আবার অবহেলায় ফিরিয়ে দিও না!
তোমার যা অভিমান!
তোমার ঐ অভিমান ভাঙাতে ভাঙাতে আমি ক্লান্ত।
কই, একবার তো জানতে চাও না!
আমার বুকেতেও অভিমানের পাহাড় জমে কিনা!
না; তোমার আবার অত সময় কোথায়!
তুমি শুধু নিজেকে নিয়েই ব্যস্ত।
কোন্ সুদূরে কেউ একজন তোমার জন্য অপেক্ষার প্রহর গুনছে,
মনে পড়ে তাকে?
যাক গে যাক্
এক আঁচলা বৃষ্টি পাঠালাম একটু শীতল করো নিজেকে!
ঐ এক আঁচলাই পাঠালাম,
বেশি ধরতে পারিনি জানো!
তাই যেটুকু পাঠালাম আমার ভালোবাসা
গ্রহণ করো কিন্তু!!