যেদিন আমার মত করে ভালবাসতে পারবে,
সেদিন তোমার আঙিনাতেও গোলাপ ফুটবে,,,,
যেদিন আমার মত করে সকল অভিমান জমাতে পারবে তোমার ঐ সূক্ষ্ম বুকে, সেদিন তোমার সকল অভিযোগ
আর অনুযোগের পাশে পড়ে থাকবে শূন্য দোয়াতদানি।
যেদিন আমার মতন করে সবকিছু মেনে নিতে শিখবে, সেদিন তোমার রঙচটা মেঘবসনের বারান্দায় যাবতীয় অনবদ্যতা সরিয়ে জ্বলে উঠবে হাজারো সাঁজবাতির শিখাগুলো।
আর, যেদিন আমার মত তিল-তিল করে ভাঙতে দেখবে নিজেকে, সেদিন একান্ত বলিষ্ঠ হবো আমি, এক পশলায় ঝরে যাবে কালশিটে যত ক্ষত, হেমন্তের দেশে নবান্নের পরবে জেগে ওঠা কিষানীর হাসির মতন ঝরে পড়বো আমি অবেলার মেঘরাগ হয়ে।
যেমনি করে আঁতুরঘর জুড়ে নবজাতকের পবিত্রতা ছড়িয়ে থাকে, আমিও সেদিন তোমার জন্য গড়ে দেব মখমলে অমরলোকের একমুখো রাস্তা।
সেদিন একান্ত ব্যক্তিগত হয়ে, তোমার মুক্তির গঙ্গায় আমার সকল বাসনা স্বেচ্ছায় সমর্পণ করে, নিন্দুকের সকল জলকপাট উপেক্ষা করে রব পড়ে
প্রণয়হীন মৃত এই শহরতলীতে।