যদি তোতাপাখির প্রতিটি কথায়, শব্দে এতো ভুল বোঝাপড়া হয়,
তবে কথারা নেমে যাক সিঁড়ি বেয়ে গভীর অতলে সমুদ্রের তলদেশে।
শব্দরা নিভে যাক অন্ধকারে দ্বারে।
আকাশ জুড়ে নৈঃশব্দের জমাট মেঘ।
অনেক তো হলো কথা বলা
প্রেম ভালোবাসা।
কথারা এবার নিশ্চুপ হোক ভালো থাকার অঙ্গীকারে।
জমে থাকা তিক্ততা ভিজতে থাক বৃষ্টির নোনা জলে, যত গ্লানি ধুয়ে মুছে যাক।
নতুন আলোয় স্নিগ্ধ ভোর নেমে আসুক তোমার গোলাপ মল্লিকার বনে।
বুকে জমিয়ে রাখা চুপকথারা হারিয়ে যাবে,যাক এমন করে।
চিরুনি তল্লাশি চালিয়ে,
কিংবা মহা সাগরে ডুবরি ডুবেও খুঁজে পাবে না বোবা কান্নার সেই তোতাপাখি টিকে।